করোনা ভাইরাসে শঙ্কা ও সংক্রমণ প্রতিরোধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বন্ধ ষোষণা করেছে বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ।
আগামী ১৮ মার্চ (বুধবার) থেকে ৩১ মার্চ পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও হল সমূহ বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার সূত্রে জানা যায়, সোমবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সিন্ধান্ত অনুযায়ী ১৮ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমসহ আবাসিক হল সমূহ বন্ধ থাকবে।
কিন্তু অফিসমূহ খোলা রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৮ মার্চ সকাল ১১টার মধ্যে আবাসিক হল সমূহের শিক্ষার্থীদের হল ত্যাগ করার নির্দেশ প্রদান করা হয়েছে। আর পহেলা এপ্রিল থেকে যথারীতি আবাসিক হল সমূহ খুলে দেয়া হবে।
দিনের ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন:
সরকারি এবং বেসরকারি চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে
পাঠকের মতামত