বিশ্ব ইজতেমার ফাইল ছবি।
৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব সম্পন্ন হচ্ছে আজ। গত শুক্রবার শুরু হওয়া বিশ্ব ইজতেমায় দেশ ও দেশের বাইরে থেকে লাখ লাখ মুসল্লি অংশ নিয়েছেন। মূল ময়দানে জায়গা না পেয়ে অনেকে আশেপাশের সড়ক ও মাদ্রাসায় অবস্থান নিয়েছেন।
আজ রবিবার সকালন ১১টা ৪৯ মিনিটে শুরু হয় আখেরি মোনাজাত। হেদায়েতি বয়ান শেষে আখেরি মোনাজাত পরিচালনা করছেন ভারতের মাওলানা জামশেদ। এসময় ‘আমিন’, ‘আমিন’ ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান।
দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে লাখ লাখ নারী পুরুষ শরিক হয়েছেন। সবার একটাই আশা, দোয়া কবুল হওয়া। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা।
পাঠকের মতামত