আজ শেষ হচ্ছে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবারের ইজতেমায় রেকর্ড সংখ্যক মুসল্লি অংশ নিয়েছে। দেশের ৬৪টি জেলা থেকে স্রোতের মত মানুষ এস জড়ো হয়েছে মুসল্লিরা। আজ আখেরি মোনাজাতে অংশ নিতে আরো মুসল্লি আসা শুরু করেছিল গতকাল থেকেই।
মূল ময়দানে তিল ধারণের ঠাঁই ছিল না। তাই মানুষ রাস্তা থেকে শুরু করে বিভিন্ন স্থানে বসে মোনাজাতে অংশ নিয়েছেন। সকাল ১১টার পর শুরু হয়েছে আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করছেন বাংলাদেশের তাবলিগের প্রধান মারকাজ কাকরাইলের মুরব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমদ।
আখেরি মোনাজাতকে কেন্দ্র করে তুরাগতীরে মুসল্লিদের সঙ্গে যোগ দিয়েছেন রাজধানী ও আশেপাশের জেলার মানুষ। আখেরি মোনাজাতের আগে বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা ইবরাহিম দেওলা।
আগামী ১৭ জানুয়ারি সা’দ অনুসারীদের ইজতেমা শুরু হবে, শেষ হবে ১৯ জানুয়ারি। প্রথম পর্বের আয়োজক কমিটির লোকজন মোনাজাতের পরপর মাঠ বুঝিয়ে দিবেন প্রশাসনের হাতে এবং ময়দান খালি করে দিবেন। পরে সা’দ অনুসারীরা ময়দানে প্রবেশ শুরু করবেন।
পাঠকের মতামত