সব ধরণের সাসপেন্স দূর করে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া তিন জাতির টি২০ সিরিজ খেলতে বাংলাদেশে পা দিবে জিম্বাবুয়ে। এই সিরিজে বাংলাদেশ, জিম্বাবুয়ে ছাড়াও আছে আফগানিস্তান।
গতকাল বুধবার (০৭ আগস্ট) এই তথ্য দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একইসাথে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচও খেলবে সাকিব-তামিমরা। টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী ৩০ আগস্ট বাংলাদেশে পা রাখবে নবী-রাশিদের দল।
১-২ সেপ্টেম্বর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে মূল টেস্টে নামবে আফগানিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে একমাত্র টেস্টটি শুরু হবে ৫ আগস্ট।
টেস্ট ম্যাচ চলাকালিন ৮ সেপ্টেম্বর দেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ১১ তারিখ ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাসাকাদজারা। এরপর ১৩ তারিখ ঢাকার শে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের প্রথম টি২০ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে।
এই সিরিজের প্রত্যেক দলই দুইটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুই দল যাবে ফাইনালে। যেটি অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর শে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে- ১৩, ১৫, ১৮ ও ২১ সেপ্টেম্বর।
ম্যাচের তারিখ | দল | ভ্যেনু |
১৩ সেপ্টেম্বর, শুক্রবার | বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে | শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর |
১৪ সেপ্টেম্বর, শনিবার | আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে | শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর |
১৫ সেপ্টেম্বর, রবিবার | বাংলাদেশ বনাম আফগানিস্তান | শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর |
১৮ সেপ্টেম্বর, বুধবার | বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে | জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, চট্টগ্রাম |
২০ সেপ্টেম্বর, শুক্রবার | আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে | জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, চট্টগ্রাম |
২১ সেপ্টেম্বর, শনিবার | বাংলাদেশ বনাম আফগানিস্তান | জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, চট্টগ্রাম |
২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার | ফাইনাল | শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর |
পাঠকের মতামত