বিয়ের অনুষ্ঠানে পাত্রপক্ষের লোকেরা নাচতে নাচতে ভেঙে পড়ল ব্রিজ। এদিকে বিয়ের সাজে হুড়মুড়িয়ে ব্রিজের নীচের নর্দমায় পড়ে যান স্বয়ং বর! এতে আহতও হন তিনি৷ ঘটনাটি শনিবার রাতের।
ভারতের নয়ডার হোসিয়ারপুরের এই ঘটনায় শুধু বরই পড়েননি, দুই শিশুসহ আরো ১৫ জন ওই নর্দমায় পড়ে আহত হন৷ তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে৷
প্রায় ১০ মিনিট ধরে চলছিল নাচ, গান৷ কিন্তু আনন্দ মাটি হয়, যখন এভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সাঁকোটি৷ বরের বয়স ৩৫, পেশায় ব্যবসায়ী, বাড়ি গাজিয়াবাদে৷ কনে থাকেন দিল্লি, বয়স ৩২৷ তবে তাদের নাম জানা যায়নি।
এ নিয়ে ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ টিভির খবরে বলা হয়, বিয়ের রীতি অনুযায়ী পাত্রপক্ষ বিয়ে করতে আসার সময় নাচতে নাচতেই আসে৷ সবই চলছিল আনন্দের সঙ্গে৷ কিন্তু বিপত্তি ঘটল ব্রিজের ওপর উঠার পরই৷ ছোট একটি সাঁকো, যা বিয়ের আসর ও মণ্ডপকে যুক্ত করেছে, সেটিই ভেঙে পড়ে৷
আর এর ফলে কিছুক্ষণের জন্য বিয়েও আটকে যায়। কারণ ব্রিজটির সঙ্গেই ছিল বিয়ের মণ্ডপ। এর ফলে বেশ সমস্যাও তৈরি হয়৷ বাড়তি ৩ লক্ষ টাকা দিয়ে ব্রিজ মেরামতির পর, শুরু হয় বিয়ে!
জানা গেছে, ওই ব্রিজটি তৈরি হয়েছিল একটি নর্দমার ওপর৷ আর সেই নর্দমাতে পড়ে যান বর৷ এছাড়া ব্রিজটি ছাড়া বিয়ে বাড়ি থেকে আর কোনো রাস্তাও ছিল না৷ তাই দ্রুত মেরামতি করা হয় সেটি৷
আরো পড়ুন>>>খুলনায় নিহত ৫ তরুণই ছাত্রলীগ-যুবলীগ নেতা
পাঠকের মতামত