“ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ” – এই প্রতিপাদ্যকে ধারণ করে সারা দেশের ন্যায় দিনাজপুরে খানসামায় উপজেলায় ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার (১৪ নভেম্বর) সকালে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার পাকেরহাটে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালে ফিরে আসে। এরপর সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা ডায়াবেটিস সম্পর্কে করনীয় ও সচেতনতা ব্যাপারে আলোকপাত করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু রেজা মোঃ মাহমুদুলের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, আরএমও ডা.শামসুদ্দোহা মুকুল, হাসপাতালের নার্স এবং কর্মচারীবৃন্দ।
#ভূপেন্দ্র নাথ রায়, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।
পাঠকের মতামত