দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশের উত্তরণের পর এবার আরও একটি সূচকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অগ্রসরতা প্রমাণিত হলো।
স্বাস্থ্যসেবা খাতে বৈশ্বিক সূচকে বাংলাদেশ পেছনে ফেলে দিয়েছে ভারত ও পাকিস্তানকে।
তালিকায় আইসল্যান্ড, নরওয়ে ও নেদারল্যান্ডস প্রথম তিন দেশ হিসেবে জায়গা করে নিয়েছে। এছাড়া যুক্তরাজ্য ২৩, যুক্তরাষ্ট্র ২৯, চীন ৪৮ ও রাশিয়া ৫৮তম অবস্থানে রয়েছে। তালিকায় সবার নিচে রয়েছে সেন্টার আফ্রিকান রিপাবলিকান।
সাময়িকীটি জানিয়েছে, ১৯৯০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত উপযুক্ত চিকিৎসা পেলে প্রাণঘাতী হবে না এমন ৩২টি রোগে মৃত্যুহারের ওপর ভিত্তি করে এ সূচক তৈরি করা হয়েছে। এসব রোগের তালিকায় রয়েছে- যক্ষ্মা, ডায়রিয়া, ডিপথেরিয়া, হুপিংকাশি, টিটেনাস, হাম, গর্ভপাত, শিশুরোগ, ত্বকের ক্যান্সার, স্তন ক্যান্সার, সার্ভিকাল ক্যান্সার, জরায়ু ক্যান্সার, কোলন ক্যান্সার, অন্ডকোষে ক্যান্সার, হৃদরোগ, হার্নিয়া, ডায়াবেটিস ইত্যাদি।
জরিপে অর্থায়ন করেছে বিশ্বসেরা ধনী বিল গেটসের দাতা সংস্থা বিল এন্ড মিলেন্ডা গেটস ফাউন্ডেশন।
ল্যানসেট প্রকাশিত ওই গবেষণায় দেশগুলোর মধ্যে রোগভেদে চিকিৎসার মান ভিন্ন হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া উন্নয়নশীল দেশগুলোর মধ্যেও স্বাস্থ্যসেবা সুবিধা এবং গুণগত মানের পার্থক্যও দেখানো হয়েছে।
পাঠকের মতামত